সিলেটে মসজিদ ভাঙ্গার মামলা পিবিআইতে

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট শহরতলির বাইপাস এলাকায় মা খদিজা মসজিদ ভাঙ্গচুরের ঘটনায় আদালতে দাখিল করা অভিযোগ পত্র গ্রহণ না করে তা অধিকতর তদন্তের জন্যে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। ১৩ এপ্রিল এ সংক্রান্ত প্রতিবেদন দেয়ার জন্যে পিবিআইকে নির্দেশনাও দেয়া হয়েছে আদেশে। ৩ মার্চ ওই আদেশ দেন সিলেট মেট্রোপলিটম ম্যাজিস্ট্রে শাহপরান আদালতের বিচারক মো. জিয়াদুর রহমান।

সিলেট শহরতলির বাইপাস এলাকায় মা খাদিজা মসজিদ ভাঙ্গচুরের ঘটনায় মামলা করেন আবদুল মন্নান। ওই মামলার অভিযোগপত্র দেয়া হয় ৪ জনকে বাদ দিয়ে। এরা হলেন ডা. ফারুক আহমদ, সারোয়ার হোসেন, রায়হান চৌধুরী ও আবুল।

বাদি পক্ষ ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজী দেন। শুনানী শেষে আদালত ওই আদেশ দেন।