জৈন্তার সারিগুল সোনালী ফর্মিংয়ে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সোনালী ফার্মিং প্রজেক্টে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রায় ১২ ঘন্টা স্থানীয় পর্যায়ে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সোনালী ফার্মিং প্রকল্পটি নানা ধরণের ফলজ ও বনজ গাজপালায় সমৃদ্ধ। দীর্ঘ মেয়াদী প্রকল্পে গত কয়েক বছর ধরে নানা ধরণের বৃক্ষ রোপণ করা হচ্ছে।

মঙ্গলবার দিনগত রাত তিনটায় প্রকল্পে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সময়ের সাথে পাল্লা দিয়ে তা ভয়াবহ রূপ ধারণ করে। প্রকল্পে অবস্থানরত শ্রমিকরা রাতভর চেষ্টা করেন আগুনে নিয়ন্ত্রণে আনার। কিন্তু তা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে বুধবার সকালে প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়া সম্ভব না হওয়ায়, প্রকল্পটির আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়। স্থানীয় মাঠে ও ফিসারিতে কর্মরত শ্রমিকদের ম্যানেজ করে তাদেরকে আগুন নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়। বুধবার বেলা আড়াইটা পর্যন্ত চেষ্টা করে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রকল্প ব্যবস্থানপনা পরিচালক মো. মুজিবুর রহমান জানান, স্থানীয় ফিসারি থেকে পানি এনে অগ্নিকান্ড নির্বাপনে কাজ করা হয়েছে। অগ্নিকান্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয় চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষিত নিরূপণের কাজ চলছে। অগ্নিকান্ডের কারণ খুঁজে বের করারও চেষ্টা চলছে।

প্রকল্প পরিচালক বীর মুক্তিযোদ্ধা শওকত আলী জানান, গভীর রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়ভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে অনেক গাছপালা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার।