সিলেট এলজিইডি ঠিকাদারদের বিক্ষোভ

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামকে দায়িত্ব পাওয়ার ১৫ দিন অতিবাহিত হলেও বিদায়ী নির্বাহী প্রকৌশলী এএসএম মহসিন নতুন নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব হস্তান্তর না করায় সোমবার দিনভর এলজিইডি ভবনে ভুক্তভোগী ঠিকাদারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা এলজিইডি ভবনে বিক্ষোভ করেন। পরে সন্ধ্যায় তত্বাবধায়ক প্রকৌশলী আলী হোসেন এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় আলী হোসেন সাংবাদিকদের বলেন, খুব দ্রæত সময়ের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করা হবে।

ঠিকাদাররা জানিয়েছেন- চাকুরীর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিলেটের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী এএসএম মহসিনকে ২ মার্চ সিলেট থেকে চট্রগ্রাম বদলি করা হয়। তার স্থলে নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে সিরাজুল ইসলামকে সিলেটের দায়িত্ব দেওয়া হয়। ৫ মার্চ থেকে নতুন দায়িত্ব পাওয়া নির্বাহী প্রকৌশলী সিলেটে এসে বসে থাকলেও বিদায়ী প্রকৌশলী তার হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন না। এতে করে সিলেট এলজিইডি ভবনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

এই অবস্থা সোমবার সকালে এলজিইডি ঠিকাদার এসোসিয়েশনের নেতৃবৃন্দ রেস্টহাউসে বিদায়ী প্রকৌশলী এএসএম মহসিনের সঙ্গে দেখা করে তাকে দায়িত্ব হস্তান্তরের অনুরোধ জানান। এ সময় বিদায়ী নির্বাহী বিকেল ৩টার দিকে নতুন কর্মকর্তার কাছে দায়িত্ব সমঝে দেবেন বলে জানান। ফলে ঠিকাদাররা শান্ত হন। কিন্তু রাত ৮টা পর্যন্ত তিনি দায়িত্ব না দেওয়ায় ঠিকাদারদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঠিকাদাররা এলজিইডি ভবনের সামনে বিক্ষোভ প্রকাশ করেন।

এলজিইডি কণ্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাখাল দে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, নির্বাহী প্রকৌশলীর টেবিলে ঠিকাদারদের ফাইল আজ ১৫ দিন ধরে আটকে আছে। সিলেটের প্রায় ৩’শ কোটি টাকার কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তার কারণ বদলী হওয়া নির্বাহী প্রকৌশলী এএসএম মহসিন নতুন দায়িত্বপ্রাপ্ত সিরাজুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করছেন না। যে কারণে ঠিকাদারদের বিল উত্তোলন অন্যান্য প্রয়োজনীয় কাজ করা সম্ভব হচ্ছে না।

খবর পেয়ে সেখানে ছুটে আসেন এলজিইডি সিলেটের তত্বাবধায়ক প্রকৌশলী আলী হোসেন। তিনি রাতের মধ্যে ঘটনার নিস্পত্তি করার আশ^াস দিলে ঠিকাদাররা শান্ত হন।

তত্বাবধায় প্রকৌশলী আলী হোসেন জানিয়েছেন- দায়িত্ব হস্তান্তর না করার কারণে এই জটিলতার তৈরী হয়েছে। প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্বান্ত জানাবেন বলে জানান। এদিকে- প্রধান প্রকৌশলী মতিউর রহমান জানিয়েছেন- সিলেটের খবরটি তিনি শুনেছেন। দ্রæত সেটি সমাধানের চেষ্টা চালাবেন বলে জানান।

সিলেট এলজিইডি ঠিকাদার এসোসিয়েশনের সভাপতি রাখাল চন্দ্র দে জানিয়েছেন- ৫ তারিখ থেকে এলজিইডির কার্যক্রমে স্থবিরতা চলছে। ঠিকাদাররা কাজের বিল কিংবা মনিটরিংয়ের জন্য কাউকে পাচ্ছেন না। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থায় চলায় তারা ক্ষুব্ধ হয়েছেন বলে জানান।