সিলেটের জালালাবাদ মেডিকেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

 

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন আয়োাজনের মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

আয়োজনের মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং র‌্যালি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ। এসময় অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন স্তরের শিক্ষক-চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ. কে. এম, দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে লাল সবুজ রংয়ের মিশ্রনে আলোক-স্বজ্জায় সু-সজ্জিত করা হয়েছে এবং মুজিববর্ষ উপলক্ষে নানাবিধ কর্মসূচী গ্রহণ করা হয়েছ।