মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগ

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) শনিবার সকাল ১০টায় দ্বিতীয় পর্বের ৩য় ম্যাচে ৬নং ওয়ার্ডকে হারাল ৫নং ওয়ার্ড ও ৪র্থ ম্যাচে ৩নং ওয়ার্ডকে হারাল ৪নং ওয়ার্ড।

শনিবার মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন সদর সিলেটের সাধারণ সম্পাদক ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, ক্রিকেটার কাওছার আহমদ ও রুহুল আমিন শাওনের যৌথ উপস্থাপনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্পোটর্স একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জুনেদ আহমদ, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান (চ্যানেল এস) মোগলগাঁও ক্রিকেট এসোসিয়েশন এর সহ-সভাপতি মোঃ জঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সদর উপজেলা স্পোটর্স একাডেমী সিলেটের কার্যকরী সদস্য কামরান উদ্দিন অপু, মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের কার্যকরী সদস্য কয়েছ আহমদ।

উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক হোসেন আহমদ, ক্রিকেটার আফজাল হোসেন, সামস্ উদ্দিন, আব্দুল ওয়াদুদ, খায়রুল আলম, সাদ্দাম, তোফায়ে, সামস্ উদ্দিন, তানবির, দিলোয়ার, জামিল, আব্বাসসহ ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের খেলোয়ার ও কয়েক শতাদিক দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বের ৩য় ম্যাচ :
ফলাফল : ৫ উইকেটে জয়ী ৫নং ওয়ার্ড। ম্যাচ সেরা ওয়াহিদুল ইসলাম রোকন (৭২ রান)
৫নং ওয়ার্ড : ১৯০/৫(১৪)
রোকন ৭২, হাবিব ৫৭, রফিকুল ০, মাসুদ ০, কাওছার ৬, সুয়েব ১৩, রাসেল ১৭ রান। বোলিং আতিক ২, জাহেদ ৫ উইকেট।
৬নং ওয়ার্ড : রায়হান ৪৩, ইব্রাহিম ১৫, জামাল ০, কবির ৬, কাইয়ূম ২২, সালমান ৩৬, সালেহ ১৮, শাহ আলম ১২ রান। বোলিং আব্দুর রব ২, মুজিব ৩ উইকেট।

দ্বিতীয় পর্বের চতুর্থ ম্যাচ :
ফলাফল : ৭ উইকেটে জয়ী ৪নং ওয়ার্ড। ম্যাচ সেরা মামুন হাসান (৩ উইকেট এবং অপরাজিত ১০ রান)
৪নং ওয়ার্ড : ১১৭/৩ (১২)
তোফায়েল ২০, রায়হান ৩২, খায়রুল ২৪, নাজির ১৪, মামুন ১০ রান। বোলিং জাবেদ ২, মোহাম্মদ ১ উইকেট।
৩নং ওয়ার্ড : ১১৬/৮(১৬)
সাজু ১, বান্না ১০, আশরাফ হাসান ৩, ইকবাল ১০, জিল্লুর ১৯, জাবেদ ৮, মুক্তাদির ১১, মোহাম্মদ ১৯, সবুজ ৩ রান। বোলিং দিলোয়ার ১, আসাদ ১, মামুন ৩, জাকির ২ উইকেট।