সিলেট উপশহরে এক দুর্বৃত্ত গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। শনিবার রাত সাতটার দিকে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার মো. গোলাম সরোয়ার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিজলী গ্রামের মৃত গোলাম নবীর পুত্র।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-১ (সিলেট ক্যাম্প), র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি শেয়ার করায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে আলামতসহ শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।