কানাইঘাটে বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার বড়দেশ এলাকায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে বিদেশি সিগারেট ও পাতার বিড়িসহ একজনকে গ্রেফতার করেছে। শনিবার বিকেল পৌনে ৬ টায় ওই অভিযান চালানো হয়। গ্রেফতার মো. ফারুখ আহমদ বড়দেশ (দক্ষিণ) সরদার পাড়ার মৃত রফিকুল হকের পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৯০ হাজার সিগারেট ও ৬ লাখ ৭৯ হাজার পাতার বিড়ি।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প), র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার আসামিকে আলামতসহ কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।