সিলেটে বঙ্গবন্ধুর কবিতায় মুক্তাক্ষরের আবৃত্তি

 

ডেস্ক রিপোর্ট:

আবৃত্তির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন স্বরবৃত্তের তাল লয় ছন্দের আওয়াজে মুখরিত করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রিকাবীবাজার সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে সিলেট আওয়ামী লীগ মুজিব শতবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর।

মুক্তাক্ষরের পরিচালক বিমল করের গ্রন্থনায় ও নির্দেশনায় সুস্মিতা চৌধুরীর সঞ্চালনে দলগত, দ্বৈত আবৃত্তি পরিবেশন করে পিউ, হিমেল, গুলজার, পূজা, সুচিত্রা, আব্দুল্লাহ, জাওয়াদ, মীম ও স্বপ্ন। অনুষ্ঠানে কবি অন্নদা শংকর রায়, আবু জাফর, রহীম শাহ, রুদ্র শংকর, বিমল কর, ইমতিয়াজ সুলতান ইমরান ও আয়েশা মুন্নী’র কবিতায় কন্ঠ দেন।

উল্লেখ্য যে, মুক্তাক্ষরের ২১ মার্চের বঙ্গবন্ধু শিশু আবৃত্তি উৎসব করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।