কানাইঘাট প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজ পরিদর্শনে ইউএনও

 

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের দ্বিতল ভবনের চলমান নির্মান কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। শুক্রবার বিকেল ৪টায় তিনি প্রেসক্লাবে উপস্থিত হলে ক্লাব নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এ সময় তিনি ক্লাব নেতৃবৃন্দকে সাথে নিয়ে দ্বিতল আধুনিক ভবনের নির্মান কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সহ সভাপতি আব্দুন নূর, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্য নির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন। অন্যান্যদের মধ্যে ছিলেন, প্রেসক্লাবের আজীবন সদস্য দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহŸায়ক ও সার্ক মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজমল হোসেন, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, সমাজকর্মী হোসেন আহমদ, যুবলীগ নেতা এটিএম ফয়েজ প্রমুখ।

প্রসঙ্গত সকলের সার্বিক ও সহযোগিতা, আর্থিক অনুদানের মধ্য দিয়ে ১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট প্রেসক্লাবের দ্বিতল ভবনের কাজ শুরু করা হয়েছে।