সিলেট নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর জিন্দাবাজারে ছুরিকাঘাতে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত নজরুল ইসলাম মুন্না (২১) নগরীর চৌকিদেখি এলাকার রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাজী ইলিয়াস গলির মুখে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক নজরুল ইসলাম মুন্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।