ছাতকে শুকুরুন্নেছা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর শুকুরুন্নেছা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শুকুরুন্নেছা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চবিদ্যালয় প্রধান শিাক্ষক কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষাক মো. রফিকুল ইসলাম পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক হাফেজ মাসুদ আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য এডভোকেট আজিজুর রহমান।

বক্তব্য রাখেন, মাওলানা একে এম ফরিদ উদ্দিন,মুহাম্মদ রফিকুল ইসলাম,ইমদাদুল হক, মোহাম্মদ গোলাম রব্বানী,মোজাহারুল ইসলাম খান, আব্দুল কাদির,মনিরুল ইসলাম, অভিবাহক সদস্য নজরুল ইসলাম, আব্দুল আজিজ, নুরুন্নাহার প্রমুখ।