কানাইঘাটে নারী সমাবেশ অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে কানাইঘাট মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক এক আলোচনা সভা ও নারী সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী খাদিজা বেগমের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কবির হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতি রানী দাস, মহিলা অধিদপ্তরের ট্রেইনার বুশরা বেগম, সাজেদা বেগম, সাবেক ইউপি সদস্যা সালমা বেগম প্রমুখ।