আন্তর্জাতিক নারী দিবসে জালালাবাদ মেডিকেলের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

 

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে ৮ মার্চ রবিবার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল নারী চিকিৎসকদের অর্থায়নে হাসপাতালের বহির্বিভাগে আগত সকল রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিনামূল্যে জরায়ূ মুখের ক্যান্সার সনাক্তকারী প্রাথমিক পরীক্ষা করা হবে। এ জন্য জরায়ূ মুখের সমস্যায় আক্রান্ত মহিলা রোগীদেরকে ৭ মার্চ শনিবার দুপুর ১টার মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের টিকেট কাউন্টারে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করার জন্য আহŸান করা হচ্ছে।

বুধবার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।