সিলেটে ব্রাকের পজিটিভ চিত্রাঙ্কন প্রতিযোগীতা

 

ডেস্ক রিপোর্ট:

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুরুষ ও যুবদের অংশগ্রহণে পজিটিভ চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে ও ব্র্যাক জেলা ব্যবস্থাপক মুহাম্মদ কায়েম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক সিলেট জেলার সভাপতি ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহŸায়ক ফারুক মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা প্রিয়াংকা দাস রায়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিধন সূত্রধর, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী।

উপস্থিত ছিলেন গোবিন্দ চন্দ্র দেব, ব্র্যাকের কর্মসুচি সংগঠক বিউটি রায়, মো. হাকিমূল ইসলাম, চিত্রাঙ্গন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

চিত্রাঙ্কন প্রতিযোগীতা বিকাল সাড়ে ৪টায় উদ্বোধন করা হয় এবং সাড়ে ৫টায় সমাপ্ত হয়। চিত্রাঙ্কনের মাধ্যমে নতুন প্রজন্ম তথা ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সহিংসতা রোধে তাদেরকে উদ্বুদ্ধ করায় সংক্ষিপ্ত আলোচনা করা হয়।