সিলেট আখালিয়ায় ৫ জুয়াড়ী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর আখালিয়ায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। ৪ মার্চ দিনগত রাত ১২ টার দিকে ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প), র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি মোঃ নাহিদ হাসানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন ১। মোঃ রাসেল আহমেদ (২৭), পিতা- মৃত রেহান মিয়া, সাং- আখালিয়া ব্রাম্মন শাশন ১ নং কলোনী রসুলবাগ আবাসিক এলাকা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ২। মোঃ রিদয় আহমেদ (১৯), পিতা- মৃত কালু মিয়া, সাং- আখালিয়া ব্রাম্মন শাশন ১ নং কলোনী রসুলবাগ আবাসিক এলাকা মধ্যভাগ, থানা- জলালাবাদ, জেলা- সিলেট, ৩। সাজ্জাদ মিয়া (১৭), পিতা- ছমির মিয়া, সাং- আখালিয়া বটপাড়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ৪। মোঃ বেলাল মিয়া (৩৭), পিতা- মোঃ বাদশা মিয়া, সাং- আখালিয়া কালীপাড়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার আসামীদের এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।