সিলেটে ময়নমসিংহ সমিতির ক্রীড়া অনুষ্ঠান

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে বনভোজন ও ক্রীড়া অনুষ্ঠান শুক্রবার জাফলং সড়ক ও জনপদ রেস্ট হাউজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।

সমিতির সভাপতি ডা. সফির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. তৌফিকুল আলম বাবলু ও পিকনিক কমিটির আহŸায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন ও সদস্য সচিব কামরুল আহসান লিটুর নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রাজা, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক আনিসুর রহমান, ডা. রফিকুল ইসলাম, সহকারী রেজিষ্টার আফরাদুল ইসলাম, সমিতির সহসভাপতি নিজাম উদ্দিন, আবুল হাসেম, ডা. কামরুল আহসান, কমিটির সদস্য সামসুল আলম তালুকদার, এড. শহীদুল­াহ তালুকদার, আলমগীর কবির, ফারুক ইকবাল, ইমরান আহমদ সুমন, আব্দুল হাই, শাহ মো. রফিক, ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, শাহ আলম, এনামূল হক মুরাদ, শিহাব উদ্দিন চৌধুরী, নুরে আলম, আব্দুর রহিম, আশুক আহমদ, ইকবাল হোসেন, আব্দুল মনাফ, আব্দুল বারেক, নয়ন, জসিম উদ্দিন, শাহজাহান আহমদ, সুহেল কবির প্রমুখ।

বনভোজন শেষে আলোচনা সভায় সভাপতি জানান, বৃহত্তর ময়মনসিংহ সমিতির কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৩ এপ্রিল। ইতোমধ্যে ড. আনোয়ারকে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য মত প্রকাশ করেন।