গোটাটিকরের জাবেদকে আবদুল্লাপুর থেকে উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট মোগলাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়া গ্রামের জাবেদুর রহমান অপহরণের শিকার হয়েছিলেন ২৯ ফেব্রæয়ারি। সাধারণ ডায়েরির পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২ মার্চ ঢাকার তুরাগ থানার আবদুল্লাপুর থেকে অপহৃত জাবেদকে উদ্ধার করে।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ওই ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ ফেব্রæয়ারি জাবেদকে অপহরণের পর ১ মার্চ অপহরণকারীরা জাবেদের পিতা আখতার হোসেনের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মোবাইল ফোন করেন। আখতার বিষয়টি মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ তথ্যপ্রযুক্ত ব্যহার করে আসামি শনাক্ত করেন। এর পরপরই পুলিশ অভিযানে নামে। ঢাকার আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য মো. রাব্বীকে গ্রেফতার করে। রাব্বী স্থানীয় কাঠালতলা এলাকার মেৃত আবুল কাশেমের পুত্র। রাব্বীর দেয়া তথ্যের ভিত্তিতে আবদুল্লাপুর থেকে উদ্ধার করা হয় অপহৃত জাবেদকে। ৩ মার্চ ওই ঘটনায় সিলেটের মোগলবাজার থানায় একটি মামলা হয়েছে।