সিলেট নগরীতে মশারী টাঙ্গিয়ে প্রতিবাদ

 

নিজস্ব প্রতিবেদক:

মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে মঙ্গলবার সিলেট নগরীতে মশারী টাঙ্গিয়ে প্রতিকী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, সিলেট নগরীতে মশা নিধনে বর্ষার শেষের দিকেই কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল। কিন্তু সিসিক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শীতের শেষেও মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দিতে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

শোভাযাত্রা শেষে সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন।

মশারী টাঙ্গিয়ে প্রতিকী শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানকালে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, সিলেট জেলার অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতির প্রস্তাবিত কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিবিযুকস’র প্রতিষ্ঠাতা সদস্য ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা এসএমএ গণি আজাদ, মোঃ আজিজুর রহমান আজিজ, মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ও মহানগর কমিটির আহŸায়ক মোঃ মুখলিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সাজু, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-ধর্ম সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদ উল­াহ, সিনিয়র সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রমজান আহমদ সাকিল, সিনিয়র সহ-সমাজসেবা সম্পাদক পিযোষ মোদক, সমাজসেবা সম্পাদক ও জাতীয় যুব দিবস-২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত গোলাম কিবরিয়া হিমু, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব দিবস-২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সৈয়দ রাসেল, প্রতিবন্ধী সম্পাদক মোঃ শরীফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সিলেটপ্রেমী বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সমীর রায়, মোঃ পিকুল হোসেন, যুবনেতা আব্দুল মুকিত, মুন্না আহমদ, মো. হেলাল আহমদ, মোহাম্মদ আলী, বুরহান উদ্দীন, আনিস আহমদ, মোঃ সুয়েদ আহমদ রাজন, সানোয়ার আহমদ, হাফিজ রফিকুল ইসলাম, হাফিজ জাকওয়ান আহমদ ও শফি আহমদ।