সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেলে প্রীতি ক্রিকেট ম্যাচ

 

নিজস্ব প্রতিবেদক:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ‘জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে’ মঙ্গলবার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রীতি ক্রিকেট ম্যাচটি অত্র ইন্ট্রা-জেআরআরএমসিয়ান বনাম এক্স-জেআরআরএমসিয়ান এর মাঝে অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ।

উপস্থিত ছিলেন কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীমা আখতার, ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. বুরহান উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ আতিকুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু সহ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে ইন্ট্রা-জেআরআরএমসিয়ান দলের খেলোয়াড় হিসেবে ছিলেন ডা. শিপুল (৬), ডা. তাপস, ডা. লিজু, ডা. তারেক, ডা. রাসেল, ডা. অমিত, ডা. অভি, ডা. রেহান, ডা. আরিফ, ডা. ইমন, ডা. রানা, ডা. মাহবুব, ডা. লতিফ। উক্ত দলের ম্যানেজার ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে ডা. রাতুল এবং ডা. খালেদ।

অপরদিকে এক্স-জেআরআরএমসিয়ান দলের খেলোয়াড়বৃন্দ ছিলেন ডা. শিপুল (৫), ডা. তাপু, ডা. আদিল, ডা. পরাগ, ডা. তোফায়েল, ডা. রুপক, ডা. আসাদ, ডা. তানভীর, ডা. অমিত, ডা. ইসতিয়াক, ডা. ফাহিম, ডা. বেলায়েত, ডা. রানা, ডা, আতিফ, ডা. রুপক কুড়ি। উক্ত দলের ম্যানেজার ও কোচ হিসেবে দায়িত্ব¡ পালন করেন যথাক্রমে ডা. রাহুল এবং ডা. ফয়সাল।

টানটান উত্তেজনাপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচে ইন্ট্রা-জেআরআরএমসিয়ান দল ৪ ইউকেটে এক্স-জেআরআরএমসিয়ান দলকে পরাজিত করে।