বালাগঞ্জে ছাত্রদলের মতবিনিময়

 

বালাগঞ্জ প্রতিনিধি:

তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সাথে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বোয়ালজুর বাজারের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে এক মিনিট দাড়িয়ে স্মরণ করেন ভোট কেন্দ্রে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের জনপ্রিয় সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমদ সোহেলের আত্মার মাগফিরাত কামনা করেন নেতৃবৃন্দ।

বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জেল সাবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি শিহাব খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক তানিমুল ইসলাম তানিম, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সাবুল আহমদ রণবীর, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সহ সভাপতি পুলক দাশ দূরন্ত, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মনসুর আহমদ প্রমুখ।