বিয়ানীবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৯ এর একটি টিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার পশ্চিম চরিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৯৫৫ পিস ইয়বাসহ একজনকে গ্রেফতার করেছে। ২ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার হাবিবুর রহমান বড়লেখার কাঁঠালতলি গ্রামের মৃত আমিন আলীর পুত্র।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-১, (সিলেট ক্যাম্প) র‌্যাব- ৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার আসামিকে আলামতসহ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।