সিলেট দক্ষিণ সুরমায় ১৩ জুয়াড়ী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৯ এর একটি টিম সিলেট দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। ২ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প), র‌্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি মোঃ নাহিদ হাসান ও এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো ১। কাজী জুয়েল হোসেন (৩৬), পিতা- মৃত কাজী আহমেদ হোসেন, সাং- গাজীরপাড়া, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট, ২। মোঃ সানি আহমেদ (৪০), পিতা- মৃত নজিমউদ্দিন, সাং- টুলাটিকর, থানা- শাহপরাণ, এসএমপি সিলেট, ৩। মোঃ রাজু আহমেদ(২১), পিতা- মোঃ আব্দুল জলিল, সাং- কামালপুর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৪। মোঃ শাহিনখান (৪২), পিতা-মৃত আব্দুল মজিদ খান, সাং- মন্দিও খোলা, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট, ৫। মোঃ সুজন মিয়া (৩২), পিতা- মৃত মনির মিয়া, সাং- ভার্থখোলা, থানা-দক্ষিণসুরমা, এসএমপি সিলেট, ৬। মোঃ মাসুদ মিয়া (২৩), পিতা- মোঃ লুৎফর রহমান, সাং- হালাবাদি, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সিলেট ৭। মহিবুর রহমান (২৩), পিতা- মোঃ আনামিয়া, সাং- হেতিমগঞ্জ কোতুয়ালপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, ৮। মোঃ রুহেল মিয়া (২০), পিতা- মোঃ আব্দুল মজিদ, সাং- মাঝারটিলা, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ, ৯। মোঃ তরিকুল ইসলাম(২০), পিতা-মৃত ফালানমিয়া, সাং ঝালোপাড়া, থানা- দক্ষিণসুরমা, এসএমপি সিলেট, ১০। মোঃ শরিফ (২৫), পিতা- মোঃ মুরাদ মিয়া, সাং ভুবন, থানাঃ নাসিরনগর, জেলা- বি-বাড়িয়া, ১১। মোঃ সুরমান (২৫), পিতা- মৃত কালামিয়া, সাং ঝালোপাড়া, থানা- দক্ষিণসুরমা, এসএমপি সিলেট, ১২। কয়েস আহমেদ (১৮), পিতা- মোঃ নূরউদ্দিন, সাং উলালমন, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট ও ১৩। মোঃ রিদয় (১৮), পিতা- মৃত হাসিন মিয়া, সাং সায়েস্তাগঞ্জ, থানা- সায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।