সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুক্রবারে

 

ডেস্ক রিপোর্ট:

ভারতে মুসলিম নির্যাতন, মসজিদ ও কুরআনে আগুন এবং বাংলাদেশে মুজিববর্ষ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আগমণের প্রতিবাদে শুক্রবার (৬ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল বিকাল ৪টায় কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে।

সিলেটের বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলের লক্ষ্যে সোমবার (২ মার্চ) রাত ৯টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি আলহাজ্ব নযীর আহমদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী আলহাজ্ব মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান। এসময় তিনি সিলেটের ইসলাম ও দেশ প্রেমিক সর্বস্তরের জনতাকে আগামী শুক্রবারের বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার আহবান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, মহানগর সভাপতি মুহাম্মদ কাছু মিয়া, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাঈল আহমদ, জেলা সভাপতি মুহাম্মদ নূর উদ্দিন প্রমুখ।