সিলেট পাঠানটুলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাত মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। ২ মার্চ ওই অভিযান চালানো হয়। গ্রেফতার মো. শফিক আলী পনিটুলা এলাকার বাসিন্দা।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।