সিলেটে পাঁচবন্ধু ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামে ১ম পাঁচবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

খালপার ইদগাহের পশ্চিমের মাঠে অনুষ্টিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। ফাইনেল খেলায় খালপার কেএমসি ক্লাব চ্যাম্পিয়ান এবং বেতের বাজার ক্লাব রানার্স আপ হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও কলামিষ্ট মো: তাজ উদ্দিন প্রধান অতিথি এবং সাংবাদিক মো: আফতাব উদ্দিন, ফয়েজ আহমদ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও ট্রফি বিতরন করেন। খেলায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাবের আহমদ,সুমিম আহমদ,রাহেল মিয়া, রাহিম আহমদ,কামরান আহমদ প্রমুখ।