কানাইঘাটে বিমা দিবসে র‌্যালি

 

ডেস্ক রিপোর্ট:

জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীমা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের নেতৃত্বে বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানীতে কর্মরত কর্মকর্তা, মাঠকর্মী, সরকারী কর্মকর্তা, সুধিজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি কানাইঘাট উপজেলা সদর পদক্ষিন করে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলামের সভাপতিত্বে ও ন্যাশনাল লাইফ কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ আব্দুল হাই এর পরিচালনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কানাইঘাট জোনাল অফিসের ভিপি ও ইনচার্জ এখলাছুর রহমান। বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের কানাইঘাট জোনাল অফিসের জোন প্রধান নির্মলেন্দু বাড়ৈ, সুহেল আহমদ, অলিউর রহমান, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ডাঃ আ খ ম মইনুল ইসলাম, ফারইষ্ট লাইফের শহীদ আহমদ, আব্দুল কাদির, আবুল কালাম, বোরহান উদ্দিন, আবুল কাশিম, আব্দুল গফুর, মোহাম্মদ আলী, পপুলার লাইফের নজরুল ইসলাম, মেঘনা লাইফের শামীম আহমদ, যমুনা লাইফের জাকির হোসেন, সানফ্লাওয়ার লাইফের মোহাম্মদ হেলালী প্রমুখ।