সিলেট বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলার আওতাধিন নবঘোষিত ১৮ উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহŸান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহŸায়ক কমিটির ১৫ সদস্য। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে, তৃনমূলের মতামতের ভিত্তিতে, যথাযথ নিয়ম মেনেই সকল ইউনিট কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার পর ইউনিটগুলোর তৃনমূল নেতাকর্মীরা প্রাণ ফিরে পেয়েছে। ইতোমধ্যে সকল ইউনিটের সদ্য সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ কমিটিকে স্বাগত জানিয়েছেন। ঘোষিত ইউনিট কমিটি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি না করে দল পুনর্গঠনে আত্মনিয়োগ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহŸান জানান তারা।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত আহŸায়কের স্বেচ্ছাচারিতার মিথ্যা অভিযোগ তুলে জেলা বিএনপির আহŸায়ক কমিটির কতিপয় সদস্যের কমিটি প্রত্যাখ্যানের সংবাদে আমরা বিস্মিত হয়েছি। সকল ইউনিটে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করে সকলের মতামতের ভিত্তিতেই সবগুলো কমিটি গঠিত হয়েছে। আর সবগুলো ইউনিট কেন্দ্রের সাথে সমন্বয় করেই ঘোষণা করা হয়েছে।

আহŸায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত একাধিক সভায় কমিটির খসড়া উপস্থাপন করা হয়েছে। এর ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে কোনো বিশেষ বলয়কে প্রাধান্য না দিয়ে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। কারো ব্যক্তিগত স্বার্থ রক্ষা না হওয়ায় কমিটি প্রত্যাখ্যান করে হিংসার বশবর্তী হয়ে বিবৃতি প্রদান এবং দলে কোন্দল সৃষ্টির দায় দল নিবে না। এব্যাপারে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহŸান জানাচ্ছি। বিএনপি একটি বড় দল। সুতরাং বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রতিহিংসা কখনোই কাম্য নয়। কমিটি নিয়ে বিতর্ক ও বিভ্রান্ত সৃষ্টি না করে ঘোষিত ইউনিট সমূহের কাউন্সিল সফলে সকল পর্যায়ের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালনের আহŸান জানান তারা।

বিবৃতি প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহŸায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহŸায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, মইনুল হক চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামিম আহমদ প্রমূখ।