সিলেট জেলা কৃষকলীগের দুদু মিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক হাজী দুদু মিয়ার আশু রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ হোটেল মেহেরপুরের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় হাজী দুদু মিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সহ-সভাপতি তেরাবালী, সহ-সভাপতি খলকু মিয়া, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমদুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম বিলু, মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, মৎস্য ও প্রাণিবিষয়ক সম্পাদক শামীম কবির, স্থানীয় সরকার সম্পাদক মোস্তাকুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম, সদর থানার সম্পাদক আঙ্গুুর মিয়া প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ বিলাল আহমদ ও হাফিজ তাজুল ইসলাম।