কানাইঘাটে গাঁজাসহ গ্রেফতার ২

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলার কানাইঘাটে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. ময়বুর রহমান ও রায়না বেগম গোয়াইনঘাট থানার সুলতানপুরের বাসিন্দা।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) র‌্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এবং এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের আলামতসহ কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।