মুজিববর্ষ উপলক্ষে জালালাবাদ মেডিকেলে প্রীতি ক্রিকেট ম্যাচ

 

ডেস্ক রিপোর্ট:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে রবিবার সকাল ১১টায় এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কলেজের খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু।

প্রীতি ক্রিকেট ম্যাচটি উপভােগ করেন কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্ধোধনী অনুষ্ঠানের পর দেশাত্মবােধক গানের তালে তালে কলেজের শিক্ষার্থীদের দ্বারা একটি ফ্ল্যাশমভ অনুষ্ঠিত হয়।

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-চিকিৎসকবৃন্দ প্রিন্সিপাল ফাইটার্স বনাম ডাইরেক্টর ওয়ারিয়র্স নামক দুটি টীমে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। কলেজের শিক্ষকবৃন্দ প্রিন্সিপাল ফাইটার্স দলে এবং হাসপাতালের শিক্ষক চিকিৎসকবৃন্দ ডাইরেক্টর ওয়ারিয়র্স দলে খেলেছেন।

প্রিন্সিপাল ফাইটার্স দলের খেলোয়াড়বৃন্দ হলেন- অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন (ক্যাপ্টেন), অধ্যাপক ডা. এ.কে. এম, দাউদ, অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মুস্তাক আহমেদ রুহেল, সহকারী অধ্যাপক ডা. জাবের আহমেদ চৌধুরী, লেকচারার ডা. মিঠু দেবনাথ, ডা. অরুপ রতন চৌধুরী, ডা. মাহবুব হোসেন, ডা. সাদমান সাকিব ও ডা. রানা মিয়া।
ডাইরেক্টর ওয়ারিয়র্স দলের খেলোয়াড়বৃন্দ হলেন- অধ্যাপক ডা. মো. তারেক আজাদ (ক্যাপ্টেন), অধ্যাপক ডা. সৈয়দ মোশারফ হোসেন, অধ্যাপক ডা. শাহ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার জাহান খান, সহযোগী অধ্যাপক ডা. হাসান তারেক বিন নুর, সহযোগী অধ্যাপক ডা. পরিমল কিশোর দেব, উপ-পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু, সহকারী অধ্যাপক ডা. আহমেদ আল আমিন, মেডিকেল অফিসার ডা. মো. কাজী মাসুদ পারভেজ, রেজিষ্ট্রার ডা. কাজী আরিফ বিল্লাহ এবং সহকারী রেজিষ্ট্রার ডা. মো. মাহমুদুল ইসলাম রুবেন্স।

প্রীতি ক্রিকেট ম্যাচে ডাইরেক্টর ওয়ারিয়র্স দল ৬ ইউকেটে প্রিন্সিপাল ফাইটার্স দলকে হারায়। প্রথমে ব্যাট করে প্রিন্সিপাল ফাইটার্স দল নির্ধারিত ১২ ওভারে চার ইউকেট হারিয়ে ১২৮ রান করে। ডাইরেক্টর ওয়ারিয়র্স ৪ ইউকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায়। প্রীতি ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ডাইরেক্টর ওয়ারিয়র্স দলের খেলােয়ার ডা. মাহমুদুল ইসলাম রুবেন্স।