বিয়ের ৩ দিনের মাথায় কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির উঠোন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এখলাস মিয়া (২৮) কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বাবুলনগর গ্রামের বাসিন্দা।

রবিবার ভোর ৬ টার সময় তার লাশ বাড়ির উঠানের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতাল প্রেরণ করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা সেটা ময়না তদন্তের পরই বলা যাবে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, ৩ দিন আগে এখলাসের বিবাহ সম্পন্ন হয়েছে।