সিলেট আলিয়া মাঠে ইসলামি সমাজ উন্নয়নের সম্মেলন সম্পন্ন

 

ডেস্ক রিপোর্ট:

ইসলামি সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে শুক্রবারে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে।

বিশিষ্ট মুরব্বি আব্দুল আজিজ আহমদের সভাপতিত্বে ও মোহাম্মদ এহছানুল ইসলাম আবেদারের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা আবু ইউসুফ আল হেলালী পাবনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ইমাম সমিতি জগন্নাথপুরের সদস্য সচিব হযরত মাওলানা মুফতি আছহাদুর রহমান সিদ্দিকী, নতুন রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম ক্বারী হযরত মাওলানা রফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।

ইসলামি সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মো. রুমেল আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।