সিলেটে ভূমি মাঠ প্রশাসন কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন

 

ডেস্ক রিপোর্ট:

ভূমি মাঠ প্রশাসন সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সিলেট এর বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান ২৯ ফেব্রæয়ারি নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

কল্যাণ সমিতির সভাপতি মো. মামুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহা. আব্দুস সালাম।

মোঃ সাফওয়ান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি প্রশাসন সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আজিজুল হক।

অনুষ্ঠানে গীতা পাঠ করেন প্রদীপ দত্ত। প্রধান বক্তার বক্তব্য রাখেন ভূমি মাঠ প্রশাসন সরকাররি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ভূমি মাঠ প্রশাসন সরকারী কর্মচারী পদোন্নতি বাস্তবায়ন ঐক্য পরিষদ সুনামগঞ্জের সাধারণ সম্পদক বিল্লাল হোসেন বেলাল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রশাসন সরকারি কর্মচারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু নাঈম আকন্দ মাসুদ, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার আলম, মোঃ মোবারক হোসেন, মোঃ কাওছার আহমদ প্রমুখ।

সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ভূমি মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীগণকে নিজেদের অধিকার রক্ষায় সকল সময়ে ঐক্যবদ্ধ থাকার এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চত করতে আহবান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জিলাল উদ্দিন, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ হানিফুর রহমান, গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক সুজন রাম কর, জৈন্তপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মোঃ আয়াত উদ্দিন, বিশ্বনাথের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র দেব, ওসমানী নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেবল রয়, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত, বিয়ানী বাজার উপজেলা শাখার সভাপতি বিজয় পুরকায়স্ত, দক্ষিণ সুরমা উজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, সিলেট সদর উপজেল সভাপতি মোঃ জয়নাল, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক রুবিনা চৌধুরী সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, সহ-সভাপতি মুহিবুল ইসলাম জাকারিয়া প্রমুখ।

সাধারণ সম্পাদক মুহাঃ আব্দুস সালাম ও দপ্তর সম্পাদক ফারুকুজ্জামান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জুবায়ের আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলী আহমদ, সমবায় বিষয় সম্পাদক মোঃ সুহেল আহমদ, প্রচার সম্পাদক মোঃ আনছার আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক খুরশেদ আলম, কার্যকরি সদস্য বাবুল আক্তার, উপদেষ্ঠা মোঃ আব্দুল মালিক সহ সিলেটের সকল উপজেলার ভূমি মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীবৃন্দ । অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলার কর্মচারীবৃন্দের উপস্থিতি ছিল শতভাগ।

অনুষ্ঠানে ২০১৯ সালে অবসর গ্রহনকারী মোঃ মাহমুদ আলী, পবিত্র চন্দ্র দাসকে সম্মাননা এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী নবেন্দু কুমার পাল ও মোঃ হানিফকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। তাদের পক্ষে সম্মাননা ও উপহার সামগ্রী গ্রহন করেন যথাক্রমে নয়ন পাল ও মোঃ রুমন আহমদ।