সিলেট জেলা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশের গণতন্ত্র এক ও অভিন্ন। আওয়ামী বাকশালী শাসনে নিষ্পেষিত গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রেখেছে। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের ও ফরমায়েসী সাজা দিয়েছে। গণতন্ত্র ও জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্বার আন্দোলন ছাড়া দেশনেত্রীকে মুক্ত করা সম্ভব নয়।

তিনি শনিবার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা আহŸায়ক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলা মৎস্যজীবী দলের আহŸায়ক এ কে এম তারেক কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আবুল কাশেম ও শামীম আহমদ।

মৎস্যজীবী দল নেতা বাবুল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ¦ায়ক আব্দুল মালেক মেম্বার, মৎস্যজীবী দল নেতা আপ্তাব উদ্দিন, দিলোয়ার হোসেন, লায়েক আহমদ, আবুল মনসুর, খুরশীদ আলী, মঙ্গল মিয়া, ফারুক মিয়া, রেহান মিয়া, মুস্তাকিন মিয়া, সায়েক আহমদ, লোকমান আহমদ, মোঃ আলফাজ মিয়া, আঙ্গুর আলম, সমছু মিয়া ও শানুর মিয়া প্রমূখ।