পূবালী ব্যাংকের ক্রিকেট কার্নিভালে চ্যাম্পিয়ন ’পূবালী ই¯ট এড্রোয়িট’

 

ডেস্ক রিপোর্ট:

পূবালী ব্যাংকের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চল এবং এসব অঞ্চলের কনট্রোলিং অফিসের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত পূবালী ক্রিকেট কার্র্নিভালে ব্যাংকের পূর্বাঞ্চলের কর্মকর্তাদের দল ’পূবালী ই¯ট এড্রোয়িট’ চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার সিলেটের এমসি কলেজ খেলার মাঠে ব্যাংকের মোট ৪টি দলের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এ কার্নিভালে ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’ কে ৪৪ রানে পরাজিত করে ’পূবালী ই¯ট এড্রোয়িট’। কার্নিভালে অংশ নেয়া অপর দল দু’টি হচ্ছে, পূর্বাঞ্চলের কর্মকর্তাদের নিয়ে গড়া ’পূবালী ইস্ট সুপার চ্যালেঞ্জারস’ এবং ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস ও পূর্ব-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের সমস্বয়ে গড়া দল ’পূবালী রয়্যালস’।

সকালে ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক এরশাদুল হক ও ঢাকা সাউথ অঞ্চলের প্রধান ও মহা-ব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের এস্টাবলিশম্যান্ট বিভাগের প্রধান ও মহা-ব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী প্রমুখ।

বিকেলে অতিথিবৃন্দ বিজয়ী দলের অধিনায়ক ব্যাংকের শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশসহ খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তোলে দেন। এসময় তাঁরা ব্যাংকিং সেবার পাশাপাশি চিত্ত বিনোদনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এমন আয়োজন ভবিষ্যতে অব্যহত রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট পশ্চিমাঞ্চলের সহাকারী মহা-ব্যবস্থাপক আব্দুল মোমিত চৌধুরী, সিলেট প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. জামিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।

’পূবালী রয়্যালস’, ’পূবালী ই¯ট এড্রোয়িট’, ’পূবালী সুপার চ্যালেঞ্জারস্’, ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’ এর ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করেন যথাক্রমে ব্যাংকের পশ্চিমাঞ্চলের আইন কর্মকর্তা মাহবুবা বেগম ও পূর্বাঞ্চলের এসপিও রাসেন্দ্র রায়, মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক মোছা. জাকিয়া সুলতানা ও শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক এসএম মহিদুল ইসলাম, শাহপরাণ গেইট শাখার ব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম ও শাহী ঈদগাহ্্ শাখার ব্যবস্থাপক খায়রুল আলম এবং টেকনিক্যাল রোড শাখার প্রিন্সিপাল অফিসার কাজী মাহবুবা ও সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহা-ব্যবস্থাপক এম.ডি মনিরুল ইসলাম। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ব্যাংকের পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা মাহবুব আহসান, দরগাহগইেট শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন মিয়া, গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক কবির আহমদ ও প্রিন্সিপাল অফিস, সিলেটের কর্মকর্তা রাণেশ কান্ত দাশ। ধারাভাষ্যে ছিলেন, অগ্রণী ব্যাংকের ওমরপুর বাজার শাখার ব্যবস্থাপক মো. হাসিবুল হোসাইন ও পূবালী ব্যাংকের ফেঞ্চুগঞ্চ শাখার ব্যবস্থাপক বিনায়ক চক্রবর্তী।

’পূবালী রয়্যালস’্্ বনাম ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’
সকালে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ’পূবালী রয়্যালস’্্ বনাম ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’। পূবালী রয়্যালস্্ এর নেতৃত্ব দেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মুখ্য কর্মকর্তা রোকন চন্দ্র পাল। আর ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’ এর নেতৃত্বে ছিলেন ব্যাংকের পাঠানটুলা শাখার ব্যবস্থাপক রাজদ্বীপ রায়। এ খেলায় টস জিতে পূবালী রয়্যালস্্’ কে আগে ব্যাটিং পাঠায় ’পূবালী ওয়েস্টার্ণ ওয়ারির্য়স’। অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন ওয়ারির্য়স এর বোলারা। এসময় নিয়ন্ত্রিত বোলিং এ তারা রয়্যালস্কে বেশি দূর এগুতে দেননি। নির্ধারিত ১৫ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় পূবালী রয়্যালস্্। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন দলের বাপ্পা দাশ। জবাবে ব্যাটিং এ নেমে কোন উইকেট না খুঁইয়ে জয়ের বন্দরে নোঙর করেন ওয়ারির্য়সের ওপেনাররা। এসময় এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ আসাদ সোবহান করেন ৬৩ ও অপর ওপেনার মৃণাল করেন ৪০ রান।

’পূবালী ইস্ট সুপার চ্যালেঞ্জারস’ বনাম ’পূবালী ই¯ট এড্রোয়িট’
দিনের দ্বিতীয় খেলায় টস ভাগ্যে জিতে গিয়ে ’পূবালী ই¯ট এড্রোয়িট’ প্রতিপক্ষ পূর্ব জোনের অপর দল ’পূবালী ইস্ট সুপার চ্যালেঞ্জারস’ কে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়। দলের আরাফ মোহসিনের অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ১৫ ওভারে ’পূবালী ইস্ট সুপার চ্যালেঞ্জারস’ রান করে মোট ১৪৩। জবাবে ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ জেতা ইমতিয়াজ এর ব্যাটিং নৈপুন্যে ১৩ ওভারেই জয় পেয়ে ফাইনালে ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’ এর সংগী হয় ’পূবালী ই¯ট এড্রোয়িট’।

’পূবালী ই¯ট এড্রোয়িট’ বনাফ ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’
দিনের প্রথম খেলায় ব্যাটিং এ ধার আঁচ করতে পেরে ফাইনালে ব্যাটসম্যানদের ওপরই ভরসা রাখেন পূবালী ওয়েস্টার্ণ ওয়ারিয়র্সের দলনেতা। রান চেজের সিদ্ধান্ত নিয়ে টস জিতে ’পূবালী ই¯ট এড্রোয়িট’ কে ব্যাটিং এ পাঠায় ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’। দিন শেষে অবশ্য এ সিদ্ধান্তে বেশ পস্তাতেই হলো তাঁদের। প্রতিপক্ষের বোলিং আক্রমণকে তুলোধুনো করে ’পূবালী ই¯ট এড্রোয়িট’ এর ব্যাটসম্যানরা ১৫ ওভারে সংগ্রহ করেন ১৯২ রানের চ্যালেঞ্জিং টার্গেট। এড্রোয়িটের পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ ৫৪ রান করেন ম্যান অব দ্যা ফাইনাল সায়েক। জবাবে ব্যাটিং এ নেমে একের পর এক উইকেট খুঁইয়ে খেই হারিয়ে ফেলে ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’ এর ব্যাটিং। সূর্যাস্তের আলো আঁধারিতে দিনের সর্বোচ্চ রান সংগ্রাহক ’পূবালী ওয়োস্টার্ণ ওয়ারির্য়স’ এর সহ-অধিনায়ক ট্যাকনিক্যাল শাখার ব্যবস্থাপক আশীষ রঞ্জন দেব এর ৮৫ রান পরাজয়ের ব্যাবধানই কমিয়েছে কেবল। ফাইনালে ৪৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ’পূবালী ই¯ট এড্রোয়িট’।

শিশুদের কুইজ প্রতিযোগিতা
দিনব্যাপী ক্রিকেট কার্ণিভাল এ আগত ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের শিশু সন্তানের জন্য আয়োজিত ক্রিকেট বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম হয় নুসরাত আলম নাবিলা, ২য়-রেদোয়ান আহমদ, যৌথভাবে ৩য় হয় ওয়ালিদ ইবনে আহসান ও মোহাম্মদ ফারদিন ও যৌথভাবে ৪র্থ হয় প্রাœত বাহাদুর আদিত্য, মাহি আবসার নাফিস ও ইরফান হাসান।