গোলাপগঞ্জের ময়নুল সৌদিতে সন্ত্রাসী হামলায় নিহত

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের গোলাপগঞ্জের যুবক ময়নুল ইসলাম (৩৫) সৌদিআরবে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ ফেব্রƒযারি তার নিজ কর্মস্থল থেকে যাত্রীবাহী গাড়ি বের হয়ে বাসায় ফেরেননি। ২৮ ফেব্রæয়ারিয়ারি জুম্মার নামাজের পূর্বে রিয়াত শহরে সড়কের পাশে ব্যবহৃত গাড়িসহ তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সৌদি পুলিশ। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে। খবর পেয়ে সৌদি প্রবাসী ময়নুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম রাহী তার ভাইয়ের লাশ বলে সনাক্ত করে।

এব্যাপারে ময়নুল ইসলামের চাচাতো ভাই আব্দুল ওয়াদুদ জানান, ভাগ্যের পরিবর্তনে ময়নুল ইসলাম ৪ বছর পূর্বে বিয়ে করে সৌদি আরবে চলে যান। বিবাহিত জীবনে ময়নুলের ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ বছর তার বাড়িতে ফেরার কথা ছিল।