গোয়াইনঘাটে জাতীয় বীমা দিবস পালিত

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের গোয়াইনঘাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব। পজিপ কর্মকর্তা সুসন্তান দাসের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম ও সালেহ আহমদ।

এছাড়াও বিভিন্ন বীমা কোম্পানির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফ সালেকিন, হারুন রশিদ হেলাল, ফারুক আহমদ, গোলাম হোসেন ও জালালুদ্দিন।