দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী ও ন্যশন্যাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সহযোগীতায় জাতীয় বীমা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় বীমা দিবসের এই র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, পাগলা রুরাল ডেভেলপমেন্ট এন্ড হেলথ্ সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম রফু, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী হেলালুজ্জামান, ইউএনও অফিসের নাজির আবু বকর সিদ্দিক, পপুলার লাইফ ইন্সুইরেন্সের জেলা প্রতিনিধি আব্দুল মুকিত, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার শাহিনা আক্তার সুমা, নিবারণ মজুমদার, মো. আব্দুল ছালাম, জসিম উদ্দিন, আবুল কালাম, হানিফ আলী, সুরঞ্জিত মজুমদার, আল- আমিন ও বুলবুল আমীন।