বালাগঞ্জে দেওয়ানবাজারে ৪০ পরিবারে রিংস্লাব বিতরণ করলেন রুহী

 

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেট জেলা পরিষদের অর্থায়নে শনিবারে বালাগঞ্জ থানার দেওয়ান বাজার ইউনিয়নের ৪০ পরিবারের মধ্যে সেট রিংস্লাব বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহী আনুষ্ঠানিকভাবে ওইসব রিংস্লাব বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম নজমসহ এ পরিষদের সকল সদস্য বৃন্দ।

জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহী বলেন,আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের যারা এ কাজে সহযোগীতা করছেন।

আশা করছি রিংস্লাবের মাধ্যমে ইউনিয়নের ৪০ টি পরিবার স্যানিটেশনের আওতায় চলে আসবে। এটা ভেবে ভলোই লাগছে।