সিলেটে মাশরাফির সংবাদ সম্মেলন

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (রবিবার) ১ মার্চ প্রথম এবং ৩ ও ৬ মার্চ আরো দু’টি ওয়ানডে খেলবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে ক্রিটেক দল। প্রথম ম্যাচ শুরুর আগের দিন শনিবার সিলেটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রোববারের ম্যাচ নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে টিমের অধিনায়ক মাশরাফিন বিন মর্তুজা। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, সাত মাস পরে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মাশরাফি। এর আগে বিশ্বকাপে ভালো সময় যায়নি মাশরাফির। ৮ ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। এমন পারফরম্যান্সে নানা সমালোচনা হজম করতে হয়েছে তাকে।