বিয়ানীবাজারে ছাত্রদলের মতবিনিময়

 

ডেস্ক রিপোর্ট:

তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সাথে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান জামিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহসভাপতি হারুন রশিদ পনির, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, তাজুল ইসলাম সাজু, উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি রাজন আহমদ, সাধারণ সম্পাদক এনামুল ইসলাম ও পৌর ছাত্রদলের সভাপতি আয়নুল আবেদিন।

বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।