সিলেটে রুহেলা চৌধুরীকে সুরমা জোনের সংবর্ধনা

 

ডেস্ক রিপোর্ট

রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩২৮২ সুরমা জোন বুধবার সিলেট নগরীর এক অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর (২০২২-২৩) রুহেলা খান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ডিজি কর্ণেল এম আতাউর রহমান পীর (অব.)। বিশেষ অতিথির বক্তব্য তুলে ধরেন পিডিজি ডা. মনজুরুল হোক চৌধুরী, ডিজিএন আবু ফয়েজ খান চৌধুরী, এবং ডিজিএনডি রুহেলা খান চৌধুরী।

প্রোগ্রাম সভাপতি পিপি ডা. মীর মাহবুবুল আলমের সভাপতিত্বে ও পিপি মো সেলিম খান ও পিপি হানিফ মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিপি ফয়সাল করিম মুন্না, পিপি বদরুল আলম চৌধুরী, পিপি ওয়াদুদ আল মামুন, পিপি হুসেইন আহমেদ সিপন, পিপি ডাঃ সফিকুর রহমান, প্রেসিডেন্ট শামসুল আলম রাকী, একেএম কামরুজ্জামান মাসুম, মো ইকবাল আহমেদ, সুয়াদ রব চৌধুরী, আতিকুর রেজা চৌধরী, আফজল আহমেদ চৌধুরী, পিপি মাসুদ আহমেদ চৌধুরী, জামিল আহমেদ চৌধুরী, পিপি মিজানুর রহমান, পিপি এএইচএম ফায়সাল আহমেদ, পিপি মোঃ শাহাজাহান, পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পিপি রহিম ইসলাম মিসলু। রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি সাইফুল ইসলাম এবং ধন্যবাদ প্রস্তাব পাঠ করেন পিপি নিরেশ চন্দ দাস। উক্ত অনুষ্ঠানে ৪৪টি ক্লাব অংশগ্রহণ করে।