সিলেটের কাজীটুলা তাহফিজুল কুরআন মক্তব মাদরাসার উদ্বোধন

 

ডেস্ক রিপোর্ট

সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাজীটুলায় ‘কাজীটুলা তাহফিজুল কুরআন ও নুরানী মক্তব মাদরাসা’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মাদরাসাটির উদ্বোধন করেন। এর আগে এটি পাড়ার একটি মক্তব হিসাবে পরিচিত ছিল। উ

দ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ফয়েজ উদ্দিন মুরাদ। সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন ও রহিম খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, সাবেক কাউন্সিলর ও কাজীটুলা জামে মসজিদের সেক্রেটারি ফয়জুল আনোয়ার আলাউর, কাজীটুলা জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি কামাল আহমদ কামরান, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শামসুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ার বক্ত শাকিল, ক্রীড়া সম্পাদক মো. জাকারিয়া হোসেন, ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সৌমিক প্রমুখ।

প্রসঙ্গত, নগরের কাজীটুলার মৃত নছির উদ্দিন নছই মিয়ার বাড়ি, বিহঙ্গ ৪৮/১- বাচ্চাদের পড়াশোনার জন্য কয়েক বছর আগে যাত্রা শুরু হয় কাজীটুলা ১ নম্বর গলি নূরানী মক্তবের। এর প্রতিষ্ঠাতারা হলেন- ফয়েজ উদ্দিন মুরাদ, মো. সাহেদ উদ্দিন, ইকবাল উদ্দিন মাসুদ, সাইফুল ইসলাম শাকিল, মোহাম্মদ আলী, মো. লিয়াকত, মো. শহীদুল্লাহ, জুয়েল আহমদ ময়না, মাঈন উদ্দিন আহমদ রাসেল প্রমুখ।

এলাকার সর্বস্তরের মানুষের সম্মতিক্রমে ইসলামী শিক্ষার জন্য কওমি মাদরাসা হিসাবে এর যাত্রা শুরু হয়। মাদরাসাটির নামকরণ করেন হযরত শাহজালাল দরগাহ মাদরাসার মুফতি হযরত মাওলানা মুহিব্বুল হক।