মোগলগাঁওয়ে ক্রিকেট প্রিমিয়ার লীগ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) এর প্রথম পূর্বের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ৮নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ডের মধ্যে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় খেলা অনুষ্ঠিত হয়। ৭নং মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন সদর সিলেটের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্পোটর্স একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, ৭নং মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান রিপন, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার ফজলু মিয়া, সাবেক মেম্বার বাবলু মিয়া, প্রবাসী বদরুল আলম, ক্রিকেটার কাওছার আহমদ, উপস্থিত ছিলেন খায়রুল আলম, সাদ্দাম, তোফায়ে, সামস্ উদ্দিন, তানবির, দিলোয়ার, জামিল, আব্বাসসহ ৮নং ও ৯নং ওয়ার্ডের খেলোয়ার ও শতাদিক দর্শকবৃন্দ।

খেলার ফলাফল :
সুপার ওভারে ১২ রানে জয়ী ৯নং ওয়ার্ড, ম্যাচ সেরা মোস্তাক (১৬ রান এবং ১ উইকেট)
৯নং ওয়ার্ড : ১৬৮/৮ (১৬)
সাহেদ-০, মাজে-৪০, মোস্তাক-০, মহসিন-০, জুবায়ের-১০, রায়হান-২৯, সাকি-১০, সাইদ-৮, রুকন-৩৯, ইমন-৯ রান। বোলিং এনাম-৩, জাহেদ সিনিয়র-২, লোকসান-১ উইকেট।

৮নং ওয়ার্ড: ১৬৮/৮(১৬)
জাহেদ-২১, মারজান-৮, সোহরাব-১০, জাহেদ জুনিয়র-৪১, আবুল খায়ের-০, জকির-০, আফওয়ান-৬, এনাম ২ রান। বোলিং হোসাইন-১, ইমন-২, মোস্তাক-১, সাঈদ-১ উইকেট।
সুপার ওভারঃ
৯নং ওয়ার্ড, এক ওভারে ১৯ রান (মোস্তাক-১৬, মাজেদ-১) রান।
৮নং ওয়ার্ড, এক ওভারে ৭ রান (জাহেদ-১, তানবির-০, জাহেদ-০ রান) বোলিং মোস্তাক ১ উইকেট)।