সিলেটে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

 

ডেস্ক রিপোর্ট

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন।

২৬ ফেব্রæয়ারি সন্ধ্যা রাতে নগরীর কাজিরবাজার ব্রিজের মুখে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ রনি আহমদ নামে একজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রনি রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর বাজারের মৃত নুরুল ইসলামের পুত্র।

গোয়েন্দা পুলিশ ২৬ ফেব্রæয়ারি রাত সাড়ে ৯ টার দিকে নগরীর আম্বরখানায় অপর অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতার সৈয়দ তফুর আহমদ কটাই নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের মৃত তারু মিয়ার পুত্র।

উভয়ের বিরুদ্ধে পৃথকভাবে মাদক আইনে মামলা হয়েছে।