ওসমানীনগরে ডাকাতি মামলার আসামি কামাল গ্রেফতার

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের একাধিক ডাকাতি মামলার আসামি আবুল কাশেম ওরফে ‘গুল্লি কামাল’কে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতার কামাল জকিগঞ্জ উপজেলার শাহগলি এলাকার খিলোগ্রাম গ্রামের মৃত আনু মিয়ার ছেলে। কাশেম তালিকাভুক্ত ডাকাত ও সাজাপ্রাপ্ত বলে জানায় পুলিশ।

২৬ ফেব্রæয়ারি) ওসমানীনগর উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেম (৪৫) কে গ্রেফতার করে।

২৯ জানুয়ারি ওসমানীনগর থানার বুরুঙ্গা এলাকার সাবেক চেয়ারম্যান মকদ্দুছ আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় কাশেম জড়িত মর্মে তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই ঘটনায় রুজুকৃত ডাকাতি মামলায় তাকে বৃহস্পতিবার কোর্টের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান জানান- সাধারণত শীতকালে সিলেটের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়ার চেষ্টা করে থাকে। তাই সিলেট জেলায় ডাকাতি প্রতিরোধে সাম্প্রতিক সময়ে ডাকাতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে কয়েকজন ডাকাত সর্দার পুলিশের সাথে গুলাগুলি করতে গিয়ে নিহত হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ডাকাত গ্রেফতার হচ্ছে। যার ধারাবাহিকতায় তালিকাভুক্ত ডাকাত কাশেম গ্রেফতার হয়েছে। ডাকাতদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।