ছাত্রী অপহরণ : ফেঞ্চুগঞ্জে পিতা-পুত্র গ্রেফতর

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের ফেঞ্চুগঞ্জে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। একইসাথে অপহৃতাকে উদ্ধার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম কর্মদা গ্রামের ওই কলেজছাত্রী গত ২২ ফেব্রæয়ারি সন্ধ্যার পর বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অভিযুক্তরা তাকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় কুলাউড়া থানার লস্করপুর গ্রামের আরাফাত মোল্লা (৫৫) ও তার দুই ছেলে মাহবুব (২২) ও মাহফুজ (২৫) কে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন কলেজছাত্রীর পিতা।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মামলা দায়ের হলে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে কাজে নামে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি ভোররাতে কুলাউড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে আসামি মাহফুজ ও তার পিতা আরাফাত মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।