সিলেটে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভা

 

ডেস্ক রিপোর্ট:

বিএনপি কেন্দ্র কর্তৃক গঠিত “বিএনপি নারী ও শিশু অধিকার ফোরাম” সিলেট জেলা আহŸায়ক কমিটির পরিচিত সভা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সিলেট জেলা আহŸায়ক ডাঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহসীন শারমিন তামান্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহŸায়ক ডা: শামীমুর রহমান, বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আলী আহমদ, ফোরামের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফোরামের সিলেট জেলা সদস্য চৌধুরী মো: সুহেল, আব্দুল লতিফ খান, আব্দুল্লাহ আল মামুন, খালেদুজ্জামান খালেদ, বুরহান উদ্দিন, কল্লোল জ্যোতি বিশ^াস জয়, আব্দুল কুদ্দুস, মুসলিমা আক্তার চৌধুরী, সোহেল ইবনে রাজা, নাজমা বেগম ও জাকির হোসেন প্রমূখ।

সভায় দেশব্যাপী নারী ও শিশুদের উপর নিপীড়ন-নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। দেশব্যাপী নারী ধর্ষন, শিশু ধর্ষণ ও খুনের ঘটনার জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করা হয়।