সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

 

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে ও ময়মনসিংহের হালুরঘাটে যাওয়ার পথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের গাড়ি বহরে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে মিছিলটি এমসি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিরাবাজারে গিয়ে সমাবেশ করে।

এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা আহমেদ আল-আমিন এবং সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর খানের নেতৃত্বে মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- এম.সি কলেজ ও সরকারি কলেজ ছাত্রদল নেতা আহমেদ রিয়াদ, ফজলে রাব্বি রিমন, ওয়াহিদ করিম অভি, মিজানুর রহমান তুহিন, শুভন শাহজাহান আবিদ, ইসহাক আহমদ মান্না, সাঈফ রহমান সবুজ, তারেক জামান, ফাহিম আহমদ, শাওন আহমদ, খুর্শেদ আলম, জুবের আহমদ, আব্দুল জলিল সাবের, মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন, তোফায়েল আহমেদ রাহাত, সৈয়দ রিসান জাহাঙ্গীর সজিব, এনাম আহমদ, শামসুজ্জামান জামান প্রমুখ।