গোলাপগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে গুলিবিদ্ধ ১

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জেলার গোলাপগঞ্জ উপজেলার তহিপুর ব্রিকফিল্ডের কাছে পুলিশের সাথে গোলাগুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ আবদুল মন্নান (৪০) গোলাপগঞ্জের গোলাপনগর গ্রামের মৃত আছাব আলীর পুত্র। বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় ওই ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের দিক নিদের্শনায় ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি মন্নানকে বুধবার বিকেল পৌনে পাচঁটার দিকে গ্রেফতার করে একদল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেয় মন্নান। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

ঘটনাস্থলে যাওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুর্বৃত্তরা এক সময় পিছু হটে। তবে তাদের গুলিতে আহত হন মন্নানসহ তিন পুলিশ। ঘটনার পর মন্নানকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশিয় পাইপ গান, রামদা ইত্যাদি। পুলিশ জানিয়েছে দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।